ইন্টারনেটে ধীর গতির অভিযোগ

২৯ জুলাই, ২০২৪ ১৫:৩৯  

রোববার বিকেল থেকে মোবাইল ইন্টারনেট সেবা সচল করা হলেও এর গতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করতে পারছেন না গ্রাহকরা। অনেকেই দশ দিনের মতো সংযোগ বিচ্ছিন্ন সময়ের জন্য তিন দিনের ৫জিবি ফ্রি ইন্টারনেট পেলেও তা স্বাচ্ছন্দে ব্যবহার করতে পারছেন না বলে অভিযাগ পাওয়া যাচ্ছে।

এর ওপর সোমবার দুপুর থেকে বিভিন্ন স্থানে ফোনে কথা বলা সহ ইন্টারনেটে খবুই ধীর গতি বলে জানাচ্ছেন ব্যবহারকারীরা। কোনো কোনো স্থানে বিকেল থেকে ইন্টারনেট ডাউন বলে খবর পাওয়া যাচ্ছে। ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারেও ভোগান্তির কথা জানিয়েছেন গ্রাহকেরা।

তবে অপারেটররা বলেছেন, তারা পুরো স্পিড সরবরাহ করছেন। ধারণা করা হচ্ছে, কোটা সংস্কার আন্দোলন সমন্বয়কদের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে আজ ঢাকার আটটি স্থানে বিক্ষোভ কর্মসূচি দেয়ায় বিশেষ সতর্কতা অবলম্বনে। সমাবেশ ঘোষিত সায়েন্স ল্যাব, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ৮ নম্বর গেট, প্রেস ক্লাব, উত্তরার বিএনএস সেন্টার, মিরপুর–১০, মিরপুরের ইসিবি চত্বর, রামপুরা ও মহাখালী এলাকায় এই সমস্যটা বেশি দেখা দিয়েছে। বসুন্ধরা আবাসিক এলাকা ও উত্তরাতেও ইন্টারনেট ব্যবহারে সমস্যার সম্মুখীন হয়েছেন গ্রাহকেরা।

এদিকে সকাল থেকেই এসব এলাকায় পুলিশ মোতায়েন করতে দেখা যায়। পাশাপাশি র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) হেলিকপ্টারের টহলও দিতে দেখা যায়। বিজিবি ও সেনাবাহিনীর সদস্যদেরও রাজধানীর বিভিন্ন সড়কে টহল দিতে দেখা যায়। রাজধানীর মোহাম্মদপুর, মিরপুর-১০ নম্বর গোলচত্বর, বাড্ডা, রামপুরা, প্রেস ক্লাব, যাত্রাবাড়ীতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

অপরদিকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং ফেসবুক, হোয়াটসঅ্যাপের মতো সোশ্যাল মিডিয়াগুলো বন্ধ রাখা হলেও ভিপিএন ব্যবহার করে এগুলো চালানো এবং বেশ কিছু ক্যাশ সার্ভার বন্ধ থাকার কারণেও ব্যান্ডউইথের ওপর চাপ বাড়ায় ইন্টারনেটের গতি কমতে পারে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা।

তবে এ নিয়ে বিটিআরসি চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ বলেছেন, কেউ যদি দাবি করেন যে ফোর-জি নেটওয়ার্ক পাচ্ছেন না, তবে তা ভুল। বিটিআরসির চেয়ারম্যান হিসেবে বলছি কোনো ধরনের গতি কমানো হচ্ছে না। বরং আমরা এটাকে আরও ভালো করার চেষ্টা করছি।